সারাদেশ ১৭ অক্টোবর, ২০২০ ০৯:৩৭

বরিশালে ৫ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক   

চাকরি জাতীয়করণসহ ৫ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা। সরকারি কলেজের বেসরকারি কর্মচারী পরিষদ বরিশাল বিভাগের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর বিএম কলেজের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগীয় অনিয়মিত (দৈনিক মজুরি ভিত্তিক) কর্মচারী সংগ্রাম পরিষদ সরকারি বিএম কলেজ শাখার আহবায়ক মো. ইউসুফ মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বরিশাল জেলা শাখার প্রধান উপদেষ্টা মো. আনোয়ার হোসেন আনু।

বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বরিশাল জেলা শাখা সভাপতি মো. মানিক মৃধা, সহসভাপতি মো. ওয়াহিদুজ্জামান সুমন এবং সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।

মানববন্ধনে বক্তারা সরকারি কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে চাকরি জাতীয়করণ, চাকরি সরকারি হওয়ার আগ পর্যন্ত সরকারি স্কল অনুযায়ী স্ব-স্ব পদের বেতন-ভাতাদি প্রদান, কর্মরত কর্মচারীদের চাকরি সরকারি না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধ রাখা, কর্মরতদের চাকরি সরকারিকরণের ক্ষেত্রে বয়সের কোন ঊর্ধ্বসীমা নির্ধারণ না করা এবং আউটসোর্সিং প্রথা বাতিলের দাবি জানান।

অনতিবিলম্বে এই দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।