Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

কাগজে-কলমেই খুলেছে সিনেমা হল, বাস্তবে ঝুলছে তালা

বিনোদন ডেস্ক

কাগজে-কলমে দেশের সব প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। তবে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি থাকলেও বাস্তবে দেখা গেছে বেশিরভাগ সিনেমা হলেই তালা ঝুলছে। তবে হাতেগোনা কয়েকটি সিনেমা হলে ছবি প্রদর্শিত হচ্ছে। ফার্মগেটের ছন্দ-আনন্দ, ইংলিশ রোডের চিত্রামহল এবং ডেমরার রানিমহলে সমালোচিত নতুন ছবি ‘সাহসী হিরো আলম’ চলছে।

খোঁজ জানা গেছে, ঢাকাসহ সারাদেশে মোট ৬৬টি হল খুলেছে। এরমধ্যে ৩৯টিতে চলছে ‘সাহসী হিরো আলম’। আর বাকি ২৭ হলে দেখানো হচ্ছে পুরনো ছবি।

প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘ভালো ছবি না আসলে হল খুলবো না। যেসব ছবির কোনও কোয়ালিটি নেই সেসব চালাতে চাই না। এতে লাভ তো দূরে থাক, খরচের টাকা ওঠে না। প্রয়োজনে বাইরে থেকে ছবি আনবো, তবু মানহীন কিছু চালাবো না।’

এদিকে রাজধানীর অভিজাত যমুনা ব্লকবাস্টারের অর্ধেক খুলেছে। সাতটি স্ক্রিনের মধ্যে তিনটিতে ছবি চলছে। প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আমাদের কর্মীরা অনেকে ঢাকার বাইরে আছেন। দুই একদিনের মধ্যে ঢাকায় ফিরলেও তাদের করোনা টেস্ট করা এবং প্রয়োজন সাপেক্ষে কোয়ারেন্টিনে রাখাসহ স্বাস্থ্য নিরাপত্তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য দুই সপ্তাহ সময় লাগছে। সে হিসেবে ২৩ অক্টোবর থেকে আমরা সব শাখা একসঙ্গে খোলার প্রস্তুতি নিচ্ছি।’


আরো খবর