আন্তর্জাতিক ১৫ অক্টোবর, ২০২০ ০৫:০৯

অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন রুহানি

ইন্টারন্যাশনাল ডেস্ক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জানিয়েছেন, দীর্ঘ ১০ বছরের অন্যায় অস্ত্র নিষেধাজ্ঞার অবসান হতে যাচ্ছে। বুধবার মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে রুহানি বলেন, আসছে আগামী রবিবার (১৮ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পরাজয়ের দিন।

তিনি আরও বলেন, আমেরিকানরা দীর্ঘ চার বছর ধরে চেষ্টা চালাচ্ছে যাতে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার অবসান না হয়। কিন্তু মার্কিন সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আগামী রোববার থেকে ইরান যার কাছ থেকে ইচ্ছা অস্ত্র কিনতে পারবে এবং যার কাছে ইচ্ছা অস্ত্র বিক্রি করতে পারবে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা একের পর এক ব্যর্থ হচ্ছে। প্রকৃতপক্ষে ইরান, ফিলিস্তিন, ইরাক ও সিরিয়ার বিরুদ্ধে কোনো ধরণের সাফল্য অর্জন করতে পারেনি মার্কিন সরকার।