খেলাধুলা ১৫ অক্টোবর, ২০২০ ০৩:৫১

গতি ও স্পিন তান্ডবেই দিল্লির জয়

স্পোর্টস ডেস্ক

যেকোনো পরিস্থিতি থেকে ম্যাচ জেতা বড় দলের গুণ। রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালসকে হয়তো এই গুণের দীক্ষাই দিচ্ছেন। বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৩ রানের জয় দিল্লিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে নিশ্চিত। বেন স্টোকস, জস বাটলার, স্টিভ স্মিথদের মতো আন্তর্জাতিক তারকাদের বিপক্ষে রাজস্থান জয় পেয়েছে নিয়মিত অধিনায়ক ছাড়া। দিল্লির ১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে ১৪৮ রানে থেমে গিয়েছে রাজস্থানের ইনিংস।
 

স্টোকসের স্ট্রেট ড্রাইভ থামাতে গিয়ে দিল্লির অধিনায়ক শ্রেয়ার আইয়ার কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন ইনিংসের পঞ্চম ওভারেই। শেখর ধাওয়ান এরপর অধিনায়কত্ব করেন পুরো ইনিংস। হুট করে অধিনায়কত্ব বদলে দলে একটুও ছন্দপতন হয়নি। উল্টো যেন তেতে উঠল দিল্লির ফাস্ট বোলার স্পিনাররা।

 

স্টোকস-বাটলার মিলে শুরুতেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন। পাল্টা আক্রমণ করেছেন দিল্লির দুই দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার এনরিক নরকিয়ে কাগিসো রাবাদা। স্টোকস-বাটলার সপাটে ব্যাট চালালেও গতি ঝড় তুলে গেছেন উইকেটের আশায়। শেষ পর্যন্ত সফল নরকিয়ে। বাটলারের হাতে মার খেয়েও শেষ পর্যন্ত স্টাম্প ভেঙেছে তাঁর।
 

তিনে এসে টিকতে পারেননি রাজস্থান অধিনায়ক স্মিথ, আউট হন রবিচন্দ্রন অশ্বিনকে সহজ ফিরতি ক্যাচ দিয়ে। তবু রান রেট ছিল রাজস্থানের নাগালে। সাঞ্জু স্যামসনের সঙ্গে ভালোই খেলছিলেন স্টোকস। দুজনের ৪৬ রানের জুটির সময় মনে হয়নি রাজস্থান এই ম্যাচ হারবে। কিন্তু তুষার দেশপান্ডের বলে ক্যাচ তুলে রাজস্থানকে বিপদে ফেলেন স্টোকস। ওদিকে উইকেট কিছুটা স্পিন সহায়ক হওয়ায় সুবিধা হয় অক্ষর প্যাটেলের। স্টোকস যেতে না যেতেই অক্ষরের বাঁহাতি স্পিনারে সরাসরি বোল্ড স্যামসন।

ওপরের সারির চার ব্যাটসম্যানের পর রাজস্থানের ব্যাটিং যেন পাহাড়ের কোনা থেকে লাফ দেয়। তবু লড়াই করতে দেখা গেছে রবিন উথাপ্পাকে। মাঝে ৩২ রানের ইনিংস খেলে আশা জাগান। কিন্তু নরকিয়ে এসে সেই আশাও ধূলিসাৎ করে দেন মুহূর্তেই। এরপর আর কেউই দাঁড়াতে পারেননি দিল্লির বোলিং বৈচিত্র্যের সামনে। শেষ পর্যন্ত ২০ ওভারে উইকেট খরচায় রাজস্থান করে ১৪৮ রান।

এর আগে কাল দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এবারের আইপিএলে নিজের সেরা পারফরম্যান্সটা দিলেন রাজস্থান রয়্যালসের ইংলিশ ফাস্ট বোলার জফরা আর্চার। নতুন বলে গতির ঝলক দেখিয়েছেন। নিয়েছেন দিল্লির দুই টপ অর্ডার ব্যাটসম্যান পৃথ্বী অজিঙ্কা রাহানের উইকেট। এরপর মাঝে এসে রান থামিয়েছেন, শেষে এসে আবার উইকেট। ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৯ রানে আর্চার নিয়েছেন উইকেট।
 

আর্চারের বোলিং দিল্লিকে বেশি দূর যেতে দেয়নি। আগে ব্যাট করে রিকি পন্টিংয়ের দল তোলে উইকেটে ১৬১ রান। রানটা যে ১৬০ ছাড়িয়েছে, তাতে বড় অবদান অভিজ্ঞ ব্যাটসম্যান শিখর ধাওয়ানের। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৬৯ রান করা ধাওয়ান কাল ৩৩ বলে করেছেন ৫৭ রান, মেরেছেন ৬টি চার ২টি ছক্কা।