বিনোদন ১৪ অক্টোবর, ২০২০ ১২:৫২

২৩ অক্টোবর খুলবে স্টার সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক

করোনা পরিস্থিতিতে প্রায় সাত মাস বন্ধ থাকার পর খুলছে সিনেমা হল। ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে সরকার। তবে জনপ্রিয় সিনেমা হল স্টার সিনেপ্লেক্স ২৩ অক্টেবর থেকে তাদের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া এন্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে প্রতিষ্ঠানটির কর্মীরা অনেকে ঢাকার বাইরে ছিলেন। সিনেমা হল খোলার বিষয়ে সরকারে অনুমতির খবরে তারা ঢাকায় আসার পর তাদের করোনা টেস্ট করা এবং প্রয়োজনসাপেক্ষে কোয়ারেন্টাইনে রাখাসহ স্বাস্থ্য নিরাপত্তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তাই এক সপ্তাহ সময় লাগবে স্টার সিনেপ্লেক্সের।

স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ আরও জানায়, তারা বরাবরই হলের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত রাখতে সচেষ্ট। তাই স্বাস্থ্যবিধির শতভাগ মেনেই তারা সিনেমা হলের কার্যক্রম পরিচালনা করবেন। দুরত্ব বজায় রাখার জন্য ধারণক্ষমতার অর্ধেক টিকেট বিক্রি করা হবে। প্রত্যেক দর্শককে মাস্ক পরিধান নিশ্চিতকরণ, হলের প্রবেশমুখে জীবানুমুক্তকরণ টানেল স্থাপন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, আমাদের সংকটকে গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতার হাত বাড়িয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞতা জানাই। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার এ সহায়তা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। একই সাথে অশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত দর্শক, শুভানুধ্যায়ীদের, যাদের ভালোবাসা স্টার সিনেপ্লেক্সকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। দর্শকদের ভালোবাসা অব্যাহত থাকলে যে কোন সংকট মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে সক্ষম হবো।

উল্লেখ্য, বর্তমানে বসুন্ধরা শপিং মলের পাশাপাশি রাজধানীর ঝিগাতলার সীমান্ত সম্ভার ও মহাখালীর এসকেএস টাওয়ারে দু'টি শাখা রয়েছে স্টার সিনেপ্লেক্সের। এছাড়া উদ্বোধনের অপেক্ষায় রয়েছে মিরপুর শাখা।