খেলাধুলা ১৩ অক্টোবর, ২০২০ ০৯:৫০

নিজের একটা গল্প লিখতে চান রদ্রিগো

স্পোর্টস ডেস্ক 

মাত্র ১২ বছর বয়েসেই প্রভাবশালী ক্রীড়া সামগ্রী প্রস্তুত কারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে সবচেয়ে কম বয়সী অ্যাথলেটস হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন রদ্রিগো গোয়েস তখন থেকেই তাকে নতুন নেইমার বলা হয়। তবে রদ্রিগোর মতে,  এরকম তুলনা বাড়তি একটা চাপ।

রিয়াল মাদ্রিদের জার্সিতে নেমেই গোলের দেখা পেয়েছিলেন রদ্রিগো গোয়েস। ওই গোলের পর পরই নেইমারের সঙ্গে তার তুলনাটা জোরালো হয় আরও। ওই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিকের পর সেই তুলানার সাথে যুক্ত হয় ক্রিস্টিয়ানো রোনালদোর সান্তোসের আরেক ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহোর নাম।

তবে রিয়াল মাদ্রিদের তরুণ ওই উইঙ্গার ওসব তুলনার মধ্যে নেই। নিজের খেলাটা খেলতে চান তিনি। নতুন নেইমার হতে চান না। হতে চান না রবিনহোও। তিনি রদ্রিগো হতে চান এবং নিজের নামের সঙ্গে একটা ইতিহাস যোগ করতে চান।

পেরুর বিপক্ষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে রদ্রিগো বলেছেন, ‘যখন সান্তোসে ক্যারিয়ার শুরু করলাম তখন থেকেই আমাকে নেইমার এবং রবিনহোর সঙ্গে তুলনা করা হয়। এটা আমার ওপর চাপ বাড়ায়।

আমি সবসময় রদ্রিগো হতে চাই এবং আমার নিজের একটা গল্প লিখতে চাই। রবিনহো এবং নেইমার ছিলেন সান্তোসের আইডল। তারা যেখানেই খেলেছেন আলো ছড়িয়েছেন। আমি কেবল আমার যাত্রা শুরু করেছি এবং আমি বিশ্বাস করি, ফুটবলে নেইমার একজনই।’

রদ্রিগো ব্রাজিলের হয়ে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন। সর্বশেষ বলিভিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। রিয়াল মাদ্রিদেও এখনও শুরুর একাদশে নিয়মিত নন রদ্রিগো। তবে তিনি অনুশীলন করে যাচ্ছেন। পরিশ্রম করে যাচ্ছেন। তিনি জানেন, ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদে তার পজিশনে ভালো ভালো ফুটবলার আছেন। তাকে তাই পরিশ্রম করে যেতে হবে এবং সুযোগ পেলেই সেরাটা দেওয়ার অপেক্ষা করতে হবে।