রাজনীতি ১২ অক্টোবর, ২০২০ ০২:২৪

ঢাকা-৫ উপনির্বাচন নিয়ে যা বললেন 'দৌড়' সালাউদ্দিন (ভিডিও)

রায়হান শোভন

ঢাকা-৫ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে পক্ষপাতিত্ব করছে সরকার ও নির্বাচন কমিশন। অথচ দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চান। তাদের ভোটের অধিকার রয়েছে। তাই নির্বাচনে কোনো কারচুপির চেষ্ঠা করা হলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন অবৈধ সরকার পতনের আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন এই আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ।

আজ সোমবার দুপুরে যাত্রাবাড়ীতে নিজ কার্যালয়ে আমাদের কাগজকে এসব কথা জানান তিনি। তিনি ১৯৯১ ও ২০০১ সালে ঢাকা-৫ আসনের সাংসদ ছিলেন। ওই আসনে সালাউদ্দিন আহমেদ দৌড় সালাহউদ্দিন হিসেবে পরিচিত। ২০০৯ এই আসনটিকে ভেঙে ঢাকা-৪, ঢাকা-৫ ও ঢাকা-৯ আসন করা হয়। তবে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছিলেন।

এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন আমাদের সাংবিধানিক অধিকার। এ সরকার যেভাবে জনগণের ভোট হরণ করেছিল এর প্রতিবাদ স্বরূপ ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবার প্রত্যয় নিয়েই আমরা এ নির্বাচনে অংশগ্রহণ করছি। এবার সুষ্ঠু নির্বাচন হলে নৌকা যে কোথায় ভেসে যাবে তা কেউ যানে না। তিনি বলেন, মানুষের ঘরে-ঘরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন গিয়ে হুমকি দিচ্ছে। যাতে করে তারা ভোট কেন্দ্রে না যায়। যদিও ইভিএম পদ্ধতিতে সিল মারার সুযোগ নেই।

এলাকায় পোস্টার ও ব্যানার লাগালেই আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলামের লোকজন ছিড়ে ফেলেন বলে অভিযোগ করেছেন সালাউদ্দিন। তিনি বলেন, প্রচার-প্রচারণায় মনিরুল ইসলামের লোকজন বাঁধা সৃষ্টি করছেন। নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। আওয়ামী লীগ প্রার্থী নির্বাচন কেন্দ্রে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে। কিন্তু আমি আমার নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে ভোটকেন্দ্র পাহাড়া দিবো।

নিজের জয়ের বিষয়ে সালাউদ্দিন বলেন, আমি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।  তবে সরকার দলীয় প্রার্থী কোনো রকম পায়তারা করলে তা শক্ত হাতে দমন করা হবে।

 

ভিডিও দেখতে এখানে কিক্ল করুন