মুক্তমত ১২ অক্টোবর, ২০২০ ০৯:৪১

পাপিয়া তৈরির কারিগরদের কি শাস্তি হবে ?

পীর হাবিবুর রহমান

আদালত যে যুবমহিলালীগের পাপিয়াকে স্বামীসহ ২৭বছরের কারাদন্ড দিয়ে পর্যবেক্ষনে বললেন, এরা কোন রাজনৈতিক কর্মী নয়, এতে আইনের শাস্তি তারা পেলো। অভিনন্দন সরকার অপরাধীকে ছাড় দেয়নি। কিন্তু যুবমহিলালীগের পাপিয়া তৈরির কারিগরদের বিরুদ্ধে দল কি শাস্তি দেবে? দলে যে অসংখ্য নরনারী পাপিয়ার মতোন অপরাধে যুক্ত তাদের কি বের করে দিতে পারবে? এই সমাজে এখন পাপিয়াদের যারা সৃষ্টি করে,সমাজ বিরোধী সন্ত্রসী মুরগী মিলনদের জন্য শোকের মাতম করে, দূর্নীতি চেছড়ামিকে গৌরব মনে করে সেসব রুচিহীন লোভীদের   আলাদা করে সমাজের আদর্শিক মানুষদেরও আলাদা হয়ে কুৎসিতদের ঘেন্না করতে হবে। কিছু সংখ্যক চরিত্রহীন রুচিহীন মূল্যবোধহীন নষ্ট লোভীদের জন্য গোটা সমাজ তার গৌরব হারাতে পারেনা। নোংরাদের জন্য সমাজ পচে যেতে পারেনা। ওরা সমাজ বিরোধী ক্যানসারের ভাইরাস। সমাজকে দায় নিতে হবে সকল লোভী প্রতারক বিশ্বাসঘাতক চরিত্রহীনদের প্রতিরোধ বয়কট করতে হবে।

লেখক-পীর হাবিবুর রহমান, নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন

লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত