বিনোদন ১১ অক্টোবর, ২০২০ ১০:১৭

শোবিজে করোনার হানা, এবার আক্রান্ত ইমন

বিনোদন ডেস্ক

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও গায়ক তাহসানের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীত পরিচালক শওকত আলী ইমন। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। শওকত আলী ইমন নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।

আজ রবিবার (১১ অক্টোবর) তিনি বলেন, কয়েকদিন ধরেই জ্বর, শারীরিক দুর্বলতায় ভুগছিলাম। মনে হচ্ছিলো করোনা হতে পারে। সেজন্য গতকালই টেস্ট করিয়েছিলাম সকালে। রাতে রিপোর্ট পেলাম করোনা পজিটিভি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত খারাপ কিছু নয়। বাসাতেই আছি। লেবু পানি, গরম পানি খাচ্ছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। দোয়া চাই সবার কাছে যেন সুস্থ হয়ে উঠি।

উল্লেখ্য, ১৯৭১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন শওকত আলী ইমন। সংগীত পরিবারেই তার বেড়ে ওঠা। ১৯৯৬ সালে তিনি সংগীত পরিচালক হিসেবে নাম লেখান। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।