আন্তর্জাতিক ৮ অক্টোবর, ২০২০ ০১:৪১

আবুধাবি বিমানবন্দরে হয়রানি: ক্ষতিপূরণ পাবে ২ বাংলাদেশী যাত্রী

এতিহাদ এয়ারলাইন্সের একটি বিমানে ২০১১ সালের ২৮শে জুন ক্যানাডা যাচ্ছিলেন বাংলাদেশী যাত্রী তানজিন বৃষ্টি ও নাহিদ সুলতানা যুথী।

কোনো একটি বিষয়ে আবুধাবি বিমানবন্দরে তাদের সাথে বাকবিতণ্ডা হয় এয়ারলাইন্সটির কর্মকর্তাদের এবং এর জের ধরে ওই বিমান সংস্থার কর্মকর্তারা তাদের অনেকক্ষণ ধরে আটকে রাখেন পরবর্তীতে তাদের ঢাকায় ফেরত পাঠান।

ঘটনাটি পরে গণমাধ্যমে প্রকাশিত হলে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠান। সেই নোটিশের কোনো জবাব না আসায় ওই বছরের জুলাইয়ে তিনি একটি রিট পিটিশন দাখিল করেন।

মি. মোরসেদ বলেন, দীর্ঘ শুনানি শেষে আজ বৃহস্পতিবার দেয়া রায়ে আদালত যাত্রীদের দু'জনকে এক কোটি করে টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে এতিহাদকে। এ টাকা আগামী ৬০ দিনের মধ্যে পরিশোধ করারও নির্দেশনা দেয়া হয়েছে

এই রায়ের ব্যাপারে এতিহাদ এয়ারলাইন্সের এখনও কোন বক্তব্য জানা যায়নি

তানজিন বৃষ্টি বলেছেন, এ ধরণের একটি রায় খুব জরুরি ছিলো কারণ ওখানে বাংলাদেশীদের সাথে কী ধরণের আচরণ হয় সেটা প্রমাণের জন্যই এই রায় দরকার ছিলো।