আন্তর্জাতিক ৮ অক্টোবর, ২০২০ ০৮:০১

শান্তি চুক্তি আলোচনায় প্রথম বৈঠকে বসছে আর্মেনিয়া ও আজারবাইজান

ইন্টারন্যাশনাল ডেস্ক

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়ভেস লে ড্রিয়ান বলেছেন, কোনো পূর্বশর্ত ছাড়াই  চলমান সংঘাত অবসানের জন্য আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বৃহস্পতিবার জেনেভায় প্রথম দফায় বৈঠক হবে। এরপর সোমবার মস্কোয় দ্বিতীয় দফা বৈঠক হতে পারে। অনুষ্ঠিত হবে ।

বুধবার ফ্রান্সের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে এমনটি বলেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়ভেস লে ড্রিয়ান ।

এসব বৈঠকে নগরনো-কারাবাখে সংঘর্ষরত পক্ষগুলোকে একটি যুদ্ধবিরতির আলোচনায় রাজি করানোর চেষ্টা করা হবে বলে জানান ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। জিন-ইয়ভেস লে ড্রিয়ান পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে আরো বলেন, ফ্রান্স, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এসব বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই তিন দেশ ওএসসিই মিনস্ক গ্রুপের সদস্য। শান্তিপূর্ণ উপায়ে কারাবাখ সংকট সমাধানের লক্ষ্যে ১৯৯২ সালে এই গ্রুপ গঠিত হয়। ১

৯৯৪ সালে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি হয়। ১৯৯০ এর দশকে এই দুই দেশের দীর্ঘমেয়াদি সংঘর্ষে প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছিল বলে মনে করা হয়। গতমাসের শেষদিকে শুরু হওয়া চলমান সংঘাতে এরইমধ্যে অন্তত ২০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।