বিনোদন ৮ অক্টোবর, ২০২০ ০৮:০৪

বিতর্কিত গানের জন্য মুসলিমদের কাছে ক্ষমা চাইলেন রিয়ান্না

বিনোদন ডেস্ক

গ্র্যামীজয়ী পপতারকা রিয়ান্নার আলোচিত ফ্যাশন শো ‘স্যাভেজ এক্স ফেন্টি’র একটি গান নিয়ে চলছে তুমুল বিতর্ক। বিতর্কিত এই গান নিয়ে সৃষ্টি হয়েছে সমালোচনা গানের সঙ্গে ইসলামের পবিত্র হাদিস জুড়ে দেওয়ায় ক্ষেপেছেন মুসলমানরা। তবে এমন ভুলের জন্য মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়েছেন রিয়ান্না।

রিয়ান্না বলেন, অজান্তে ঘটে যাওয়া বিরাট ভুল ধরিয়ে দেওয়ার জন্য মুসলিম সম্প্রদায়কে ধন্যবাদ জানাতে চাই। এমন অসতর্কতার কারণে আপনাদের কাছে ক্ষমা চাই। আমরা বুঝতে পেরেছি, অনেক মুসলিম ভাইবোনের অনুভূতিতে আঘাত লেগেছে। কারণে আমি খুবই মর্মাহত।

তিনি আরও বলেন, সৃষ্টিকর্তা বা কোনও ধর্মকে আমি ব্যক্তিগতভাবে কখনও অসম্মান করিনি। আমাদের ফ্যাশন শোতে এমন গান ব্যবহার করে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছি। কথা দিচ্ছি, আগামীতে আর কখনও এমন কিছু ঘটবে না। আপনারা বিষয়টি বুঝে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে স্বস্তি পাবো।

উল্লেখ্য, স্যাভেজ এক্স ফেন্টি ফ্যাশন শোতে ব্যবহৃতডুম শিরোনামের গানটিতে কেয়ামত হাশরের ময়দান সম্পর্কিত হাদিস ব্যবহার করা হয় গানটিতে মিউজিকের তালে তালে অন্তর্বাস পরে মডেলদের নাচতে দেখা যায়। যা মুসলিম সম্প্রদায়কে ব্যাথিত করে

সব প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রিয়ান্না বলেন, যথাযথভাবে না জেনে এসব শব্দ ব্যবহারের দায় মাথা পেতে নিচ্ছি।