খেলাধুলা ৭ অক্টোবর, ২০২০ ০৪:২৩

সাদিও মানের পর করোনায় আক্রান্ত শাকিরি

স্পোর্টস ডেস্ক 

হঠাৎ করেই লিভারপুলে করোনাভাইরাস জেঁকে বসেছে । থিয়াগো আলকান্তারা, সাদিও মানের পর এবার করোনায় আক্রান্ত হলেন সুইস উইঙ্গার জেরদান শাকিরি।

মঙ্গলবার সুইজারল্যান্ড ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।

বিবিসি জানায়, চলতি সপ্তাহে থিয়াগো আলকান্তারা, সাদিও মানের মতো জেরদান শাকিরিও কোভিড-নাইনটিনে আক্রান্ত হলেন।

জাতীয় দলের হয়ে খেলতে ইংল্যান্ড থেকে সুইজারল্যান্ডে উড়ে গেছিলেন ২৮ বছর বয়সী শাকিরি।

আগামী বুধবার রাতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল তার দলের।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে সুযোগ হয়নি সুইস উইঙ্গারের। ইএফএল কাপে লিঙ্কনের বিরুদ্ধে মাঠে নেমে ফ্রি কিকের মাধ্যমে দুর্দান্ত এক গোল করেছিলেন তিনি। ওই ম্যাচে ৭-২ গোলে জয় পেয়েছিল লিভারপুল।

অলরেডদের হয়ে যোগ দেয়ার আগে স্টোক সিটি, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ ও এফসি বাসেলের মতো দলের হয়ে খেলেছেন শাকিরি। ২০১৮ সালে বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করে নজর কাড়েন তিনি।