অপরাধ ও দুর্নীতি ৬ অক্টোবর, ২০২০ ০২:২১

মাদারীপুরে জেএমবির ২ সদস্য আটক

ডেস্ক রিপোর্ট

জেএমবির দুই সদস্যকে মাদারীপুর-র‌্যাব  অভিযান চালিয়ে ঢাকা থেকে আটক করেছে। সোমবার ( অক্টোবর) বিকেলে ঢাকার কলাবাগান মোহাম্মদপুর থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার ( অক্টোবর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর ্যাব-৮। আটকরা হলেন- জোহাইর মমতাজ জোহা (৩৮) তিনি জামালপুর জেলার মেলান্দহ থানার রেখীরপাড়া গ্রামের আবি মো. নিজামুল হকের ছেলে।

অপরজন হলেন মাহমুদুন নবী অনিক (২৬) তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের / শামস টাওয়ারের ৩০৩ নং অ্যাপার্টমেন্টের আব্দুর রাজ্জাকের ছেলে। মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মামলার পরিপ্রেক্ষিতে ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ্যাব।

্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা নজরদারীর মাধ্যমে ্যাব- এর আওতাধীন অঞ্চলে কয়েকজন জঙ্গির অবস্থান সম্পর্কে তথ্য পায় ্যাব। পরে এদের আটক করতে তৎপরতা শুরু করে। ইতোপূর্বে জেএমবির এক সদস্য গ্রেফতারের মাধ্যমে জেলার রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার ধারাবাহিকতায় ্যাব- এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার কলাবাগান এবং মোহাম্মদপুর থেকে জেএমবির জন সক্রিয় সদস্যকে আটক করে।

মাদারীপুর ্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখারুজ্জামান জানান, জেএমবির আটক সদস্যরা গোপনে তাদের কার্যক্রম চালিয়ে আসছিলেন। তারা দাওয়াতি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করেছে।

আসামিদের মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়েছে এবং তাদের অন্যান্য সহযোগীদেরও আইনের আওতায় নিয়ে আসার জন্য ্যাব- তৎপর রয়েছে।