খেলাধুলা ৫ অক্টোবর, ২০২০ ০৩:৫৭

লিভারপুলের বিপক্ষে ৭-২ গোলের বড় জয় অ্যাস্টন ভিলার

 সূত্র – স্পোর্টস ডেস্ক

অ্যাস্টন ভিলার কাছে - গোলে হেরেছে ২০১৯ চ্যাম্পিয়নস লিগ এবং ২০২০ প্রিমিয়ার লিগজয় অজেয়লিভারপুল।

ভুল শোনেননি। গত প্রিমিয়ার লিগে সর্বশেষ স্থানে নাম লিখিয়ে টিকে যাওয়া অ্যাস্টন ভিলা, তিন মৌসুম অবনমিত থেকে গত মৌসুমে প্রিমিয়ার লিগে ফেরা অ্যাস্টন ভিলা গুনে গুনে সাত গোল দিয়েছে ইয়ুর্গেন ক্লপের অদম্য লিভারপুলকে।

৩৯ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করা ভিলার ওলি ওয়াটকিন্স ম্যাচ শেষে বলটি নিলেন। ম্যাচের সেরা হিসেবে ওটা তার প্রাপ্যই ছিল।

কোভিড-১৯ এখনও দর্শকশূন্য রেখেছে ফুটবল মাঠ, কে আর গর্বোদ্বত চোখে আলাদা করে তাকাবে তরুণ এই ফরোয়ার্ডের দিকে! তবে লিভারপুলের মতো দলের বিপক্ষে যেভাবে বুলডোজার চালিয়েছেন অলিভার আর্থার ওয়াটকিন্স, তাতে টেলিভিশনে বিশ্বজুড়ে যত চোখ ছিল এই ম্যাচের দিকে, সবকটি চোখই বিস্ময়ভরে তাকে দেখেছে।  

ওল্ড ট্রাফোর্ডে ওলে গানার সোলশারের ইউনাইটেডকে - গোলে ছিন্নভিন্ন করে যখন লন্ডনে ফেরার উদ্যোগ নিচ্ছেন টটেনহাম কোচ জোসে মরিনিয়ো, ততক্ষণে বার্মিংহামের ভিলা পার্কে লিভারপুল - গোলে পিছিয়ে পড়েছে।

তিনটি গোলই করেছেন অ্যাস্টন ভিলার ২৪ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড ওয়াটকিনস। এবং এটা ঘটেছে লিভারপুলের ব্যর্থ অফসাইড ফাঁদের ফাঁক গলে।

বছর লিভারপুল পারবে শিরোপা ধরে রাখার অভিযান সফল করতে? কদিন আগেও বলা হচ্ছিল, পারবে মানে, দুর্দান্তভাবে পারবে। ভুলচুক কিছু চোখে পড়ছিল না তা নয়, তবে রবিবারের বার্সেলোনারবায়ার্ন লজ্জা মতো এই হার বলে দিলো অনেক ওপরে ব্যাকলাইন নিয়ে খেলার কৌশল কতটা লজ্জাজনক ব্যর্থতা ডেকে আনতে পারে।  

লিগের প্রথম দিনেই তারা তিন গোল খেয়েছে লিডসের কাছে, ম্যাচে খেলো সাত গোল ( হ্যাঁ, ভুল শোনেননি) লিভারপুলের শিরোপা ধরে রাখাটা এরইমধ্যে সংশয়ের কবলে পড়ে গেছে নিজেদের অবহেলায়। দুই সপ্তাহের মধ্যেই লিগ শীর্ষে থাকা এভারটনের মাঠে খেলতে যাবে তারা। এবং আন্তর্জাতিক বিরতির দুদিন পরের সেই ম্যাচ মোটেও সহজ হবে না তাদের জন্য।

ডিন স্মিথের উচ্চকাঙ্ক্ষী দলটি আক্রমণে এগোলেই মনে হয়েছে এই বুঝি তারা গোল দিলো। ডিন স্মিথ সাহসী সিদ্ধান্ত নিয়েছেন জ্যাক গ্রিলিশকে খেলিয়ে। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন গ্রিলিশ। জো গোমেজকে যেভাবে পর্যুদস্ত করেছেন তিনি, তাতে এক ঘণ্টা পরই তাকে উঠে যেতে হয়েছে। এই রাতে ভিলা লিভারপুলের বক্সে পা ছোঁয়ালেই যেন গোল হয়ে যাচ্ছিল। তিনটি গোল তারা পেয়েছে লিভারপুল খেলোয়াড়দের ছোঁয়ায়। কিন্তু এমন জয়টা তাদের প্রাপ্যও ছিল। ওয়াটকিনস গোল করেছেন , ২২ ৩৯ মিনিটে। ৩৫ মিনেট গোল করেছেন জন ম্যাককিনন, রস বার্কলি ৫৫ মিনিটে। ৬৬ ৬৭ মিনেটে গ্রিলিশের দুই গোলে সাত পুরেছে।

লিভারপুলের গোল দুটি করেছেন মোহামেদ সালাহ, ৩৩ মিনিটে - করে লিভারপুলকে খেলায় ফিরিয়েছিলেন মিসরীয় ফরোয়ার্ড। কিন্তু সেই সুযোগটি তারা আর নিতে পারেনি। সালাহর ৬০ মিনিটের গোলে - হয়, কিন্তু গ্রিলিশ ষষ্ঠ সপ্ত গোল করেন ৬৬ ৭৫ মিনিটে।

এর আগে ইউনাইটেডের মাঠে টটেনহাম হ্যারি কেনের জোড়াগোল, এনডম্বেলে, হিউং-মিন সন সার্জ অরিয়েরের গোলে - গোলে জেতে টটেনহাম। অথচ দ্বিতীয় মিনিটেই ব্রুনোর ফার্নান্দেজের পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল সোলশারের দল।

লিভারপুলকে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠেছে অ্যাস্টন ভিলা। তিন ম্যাচের পুরো পয়েন্ট তাদের। লিভারপুল চার ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে পাঁচে। সবার ওপরে চার ম্যাচের পুরো ১২ পয়েন্ট পাওয়া এভারটন। তিন ম্যাচে একটি জয়ের পাশে দুই হারে ১৬তম ইউনাইটেড। ম্যানচেস্টার সিটি তিন ম্যাচে থেকে পয়েন্ট পেয়ে ১৪তম।