বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ৩ অক্টোবর, ২০২০ ১২:০৩

প্লে স্টোরে নিষিদ্ধ ৩৪ অ্যাপ

ডেস্ক রিপোর্টঃ

এ বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে জোকার ম্যালও্যায়ার ভাইরাসের কারণে ৩৪টি অ্যাপ সরিয়ে ফেলতে হয়েছে গুগল প্লে স্টোর থেকে। এই ভাইরাসটি কয়েক বছর ধরেই প্লে স্টোরের অ্যাপগুলোকে সংক্রমিত করে আছে বলে জানা যায়।

জোকার ম্যালওয়্যার নতুন না হলেও সম্প্রতি এটি বেশ বিস্তার লাভ করেছে। গুগল এই ৩৪ অ্যাপে ম্যালওয়ার উপস্থিতি ধারণা করামাত্রই প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে। যার ভিতর ১৭টিই ক্যালিফোর্নিয়াভিত্তিক আইটি সুরক্ষা সংস্থা জেডস্কেলারের যাকিনা এ অবধি প্লে স্টোর থেকে এক লাখ ২০ হাজারবার ডাউনলোড করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস

প্রথম জুলাইয়ে প্লে স্টোরের ১১টি অ্যাপ জোকার ম্যালওয়ার ভাইরাসে সংক্রমিত হয়েছিল। তারপর সেপ্টেম্বরের শুরুতে সেই তালিকায় যুক্ত হয় আরো ৬টি অ্যাপ সংক্রমিত হয়।