সড়ক দুর্ঘটনা ১ অক্টোবর, ২০২০ ০৩:৩৪

রাজধানীতে সাগরিকা পরিবহনের ধাক্কায় আওয়ামী লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় আওয়ামী লীগের এক নেতা প্রাণ হারিয়েছেন। তার নাম মাহমুদুন নবী চৌধুরী (৫৪)। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি মোটরসাইকেল চালিয়ে ডেমরা থেকে গুলিস্তানের দিকে আসার সময় দুর্ঘটনার শিকার হন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক। গত জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন তিনি

মাহমুদুন নবী চৌধুরীর স্বজনরা জানিয়েছেন, তার গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর থানার খয়েরপুরে। তবে তিনি দীর্ঘদিন ধরেই ঢাকায় বসবাস করেন। তার তিন স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী থাকেন ডেমরায়। দ্বিতীয় স্ত্রী বসবাস করেন মিরপুর ১২ নম্বরে এবং তৃতীয় স্ত্রী থাকেন জিগাতলায়।তিনি একেক সময় একেক স্ত্রীর বাসায় থাকতেন।পেশায় ঠিকাদার

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ডেমরায় প্রথম স্ত্রীর বাসা থেকে মাহমুদুন নবী মোটরসাইকেল চালিয়ে হানিফ ফ্লাইওভার হয়ে গুলিস্তানের দিকে আসছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের কাছাকাছি ফ্লাইওভারে সাগরিকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর শুনে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। ফ্লাইওভারে লাশের পাশে কান্নায় ভেঙে পড়েন তারা

গেন্ডারিয়া থানার ওসি সাজু মিয়া বলেন, বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যান। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি