সারাদেশ ১ অক্টোবর, ২০২০ ০১:২৬

লক্ষ্মীপুরে কৃষককে পানিতে চুবিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর থেকে নোয়াখালীতে এনে এক কৃষককে পিটানোর পরে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। 

বুধবার সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের পশ্চিম ভবানী জীবনপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত কৃষকের নাম রসূল আমিন (৫৫)। এঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম রুবি বাদি হয়ে ৯ জনের বিরুদ্ধে বুধবার রাতে বেগমগঞ্জ মডেল থানায় হত্যামামলা দায়ের করেছেন

জানা গেছে, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত তফসির আহাম্মেদের ছেলে কৃষক রসূল আমিনের সঙ্গে পাশের রহিমপুর গ্রামের কালা মিয়ার ছেলে শান্ত (২২) ও একই গ্রামের বিশ্ব মেস্ত্রীর ছেলে দীপুর (২৪) পূর্ব শত্রুতা ছিল। বুধবার বিকেল ৪টার দিকে নিজের মোবাইল ফোনে কারো কল পেয়ে রসূল আমিন কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যান

মৃত রসূল আমিনের ছেলে জনতা ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকিব জানান, তার বাবা ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বের হয়ে চন্দ্রগঞ্জের কালাপুল এলাকায় যান। সেখান থেকে অজ্ঞাত কয়েক ব্যক্তি তার বাবাকে সিএনজি চালিত একটি অটোরিকশায় তুলে নোয়াখালীর বেগমগঞ্জ থানার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামে নিয়ে এলোপাথারি পেটাতে থাকে। এক পর্যায়ে তিনি আত্মরক্ষার্থে স্থানীয় কচুয়া বিলের পানিতে লাফিয়ে পড়েন। সেখানে হামলাকারীরা তার বাবাকে পানিতে চুবিয়ে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত হয়ে লাশ কচুয়া বিলের পাশে নচির মিয়ার পরিত্যক্ত ভিটায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ বুধবার রাতে লাশ উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়

পুলিশ জানায়, এঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে শান্ত (২২) ও দীপুর (২৪) নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আসামিদের সঙ্গে পূর্ব শত্রুতার কথা উল্লেখ রয়েছে। 

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, পূর্বশত্রুতার জের ধরে সদ্য কারামুক্ত শান্ত ও তার বন্ধু দীপু লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকা থেকে রসূল আমিনকে অপহরণ করে এনে বেগমগঞ্জের ছয়ানী এলাকায় পিটিয়ে ও পানিতে চুবিয়ে খুন করেছে। খুনের ঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে