খেলাধুলা ১ অক্টোবর, ২০২০ ১০:০১

এই নির্বাচন কঠিন হবেঃ সালাহউদ্দিন

ডেস্ক রিপোর্ট:

বাফুফের নির্বাচন আগামী শনিবার বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন নির্বাচনে অংশ নিচ্ছেন চতুর্থবারের মত। নির্বাচন নিয়ে প্রশ্ন করায় সাবেক এই তারকা ফুটবলার বলেন নির্বাচনটা কঠিন হবেখেলোয়াড়ি জীবনে আমি কখনো প্রতিপক্ষকে ছোট করে দেখিনি। আমার কাছে বড় ক্লাব ছোট ক্লাব ছিল না। সবসময় প্রতিপক্ষকে গুরুত্ব দিয়েই মাঠে নেমেছিলাম।’

অন্যান্য সময় সংবাদমাধ্যমকে এড়িয়ে গেলেও গতকাল বাফুফে সভাপতি সবাইকে সময় দিয়েছেন। নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। তার সাথে উপস্থিত ছিলেন নির্বাচনের সমন্বয়কারী সামসুল হক চৌধুরী, সদস্য প্রার্থী মাহফুজা আক্তার কিরণ সহ আরও অনেকে।

কাজী সালাহউদ্দিন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের তিন বার নির্বাচিত সভাপতি ছিলেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে লড়াই করে সভাপতি নির্বাচিত হওয়াটা কঠিন মনে হলেও সালাহউদ্দিনের কাছে সব নির্বাচনই সমান টেনশনের।

ফেডারেশন নিয়ে বাফুফে সভাপতি বললেন, ‘এখানে অন্যান্য কাজ ছাড়াও তিন-চারটা কাজ হচ্ছে ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, লিগ আয়োজন, জাতীয় দলের সমস্ত ফ্যাসিলিটিজ নিশ্চিত করা, জাতীয় দলের খেলা ছাড়াও বাড়তি কাজ হচ্ছে জেলাগুলোকে দেখাশোনা করা।’