জাতীয় ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০৮:৪৯

কাল থেকে সৌদি রুটে প্রতি সপ্তাহে চলবে ২০ ফ্লাইট : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব প্রবাসীদের ইকামা বাড়ানো নিয়ে নানা জটিলতার পর অবশেষে আগামীকাল থেকে ২০টি ফ্লাইট যাবে দেশটিতে। যার ফলে ২৫ হাজার নতুন কর্মী সৌদিতে যেতে পারবেন বলে  আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) রাষ্ট্রিয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, এই কদিনে প্রায়ে সাড়ে ছয় হাজার কর্মী সৌদি আরব গিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সপ্তাহে ২০টি ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমান ১০টি ও সৌদি আরব ১০টি ফ্লাইট পরিচালনা করবে।

যাদের কাজের অনুমতি নেই তাদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, যাদের নিয়োগ কর্তা কাজের অনুমতি দিচ্ছে না তাদের দেশেই কিছু করতে হবে, না হয়, নতুন কাজের সন্ধান করতে হবে। এদিকে,নিয়োগ কর্তার অনুমতি না থাকায় এখন পর্যন্ত ৫৩ জন কর্মীর যাওয়া অনিশ্চিত হয়ে গেছে।

কাজ না থাকা প্রবাসীদের উদ্দেশ্য পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রবাসীরা অনেক স্মার্ট। অনেকে কাজ না থাকার পরেও সেখানে থেকে তারা নতুন কাজ জোগার করে ফেলছেন।