Notice: Trying to access array offset on value of type null in /home/u863453615/domains/amaderkagoj.com/public_html/includes/frontend/contents/post.php on line 46

কাতারে হামলার পরিকল্পনা সৌদির,বললেন আল-আত্তিয়াহ

কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল-আত্তিয়াহ দাবি করেছেন, তার দেশ দখল করে নেয়ার পরিকল্পনা ছিল সৌদি আরবের। তিনি বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বাহরাইন দুই ধাপে কাতার দখলের পরিকল্পনা করেছিল। খবর মিডল ইস্ট আইয়ের।

 

কাতার ভিত্তিক আল জাজিরার আরবি নিউজ চ্যানেলকে আত্তিয়াহ বলেন, সৌদি কাতারে হামলা চালানোর পরিকল্পনা করছে।

তিনি বলেন, দুই ধাপে এই পরিকল্পনা বাস্তবায়ন করতো তারা। এর অংশ হিসেবে অবরোধ আরোপ করে বিশৃঙ্খলা তৈরি করা যাতে এর সরাসরি প্রভাবে মানুষজন রাস্তায় নেমে আসে; এরপর সামরিক হামলা চালানো।

 

২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর বাইরাইন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে। এসময় স্থল, জল আকাশপথে অবরোধ আরোপ করে। সন্ত্রাসবাদ উগ্রবাদকে সমর্থনের অভিযোগে এই অবরোধ আরোপ করে চারটি দেশ। কাতার অভিযোগ অস্বীকার করে আসছে।

 

কাতারের শীর্ষ এই মন্ত্রী বলেন, শুধু অবরোধ নয়, হামলা চালানোর একটি পূর্ব পরিকল্পনা ছিল। তারা প্রথমে অবরোধের ধাপ পুরোপুরি শেষ করে হামলা করতে চেয়েছিল। এগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। সব গোয়েন্দা তথ্য এবং প্রমাণের ভিত্তিতে নিঃসন্দেহে এই তত্ত্ব নিশ্চিত হয়েছে।

 

উল্লেখ্য, ২০১৮ সালেও আত্তিয়াহ বলেছিলেন যে- কাতার দখল করতে চেয়েছিল সৌদি আরব। তখন মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন।


আরো খবর