নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত এপেক্স ট্যানারি লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
অর্থাৎ, ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা ২০ পয়সা করে পাবেন।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ৩০ জুন ২০২০ শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ দেবে এপেক্স ট্যানারি।
আগামী ২৫ নভেম্বর সাধারণ সভায় এর অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ২১ অক্টোবর।
এপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার মঙ্গলবার ঢাকার পুঁজিবাজারে ১০৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছিল। লভ্যাংশের খবরে শেয়ারের দাম কমেছে। আগের দিন শেয়ারটি ১১১ টাকা ৯০ পয়সায় লেনদেন হচ্ছিল।
২০১৯ অর্থবছরে এ কোম্পানি মুনাফা করেছে ২ কোটি ১৫ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে ৩ টাকা ৫০ পয়সা।
পুঁজিবাজারে এ কোম্পানির ১ কোটি ৫২ লাখ ৪০ হাজার শেয়ার আছে। এর মধ্যে ৩১ দশমিক ৩০ শতাংশ আছে পরিচালকদের হাতে।
এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৬ দশমিক ৮৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩১ দশমিক শূন্য ৮৪ শতাংশ শেয়ার আছে।
এপেক্স ট্যানারি লিমিটেডের বর্তমান বজার মূলধন ১৭০ কোটি ৫৩ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১৫ কোটি ২০ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৪৮ কোটি ৩৮ লাখ টাকা।
ইল ছবি