অর্থ ও বাণিজ্য ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০৮:৪৭

বঙ্গবন্ধু শিল্প নগরে ২০ কোটি ডলার বিনিয়োগ করবে টিকে গ্রুপ

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ভোগ্য পণ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কারখানা স্থাপন জন্য  ২০ কোটি ৫২ লাখ মার্কিন ডলার বা প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে টিকে গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সামুদা ফুড প্রোডাক্টস লিমিটেড।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও সামুদা ফুড প্রোডাক্টস লিমিটেডের মধ্যে একটি ইজারা চুক্তি সই হয়েছে। বেজার নির্বাহী সদস্য মো. আব্দুল মান্নান ও সামুদা ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন,বঙ্গবন্ধু শিল্প নগরে বিনিয়োগ উপযোগি সব ধরনের অবকাঠামো ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে। এর পাশাপাশি খাত ভিত্তিক প্রয়োজনীয় দক্ষ জন শক্তি গড়ে তোলার লক্ষ্যে বেজা বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা ও করেছে।

৬০ একর জমিতে ২০ কোটি ৫২ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে সামুদা ফুড প্রোডাক্টস লিমিটেড বিভিন্ন ধরনের কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ভোগ্য পণ্য ও খাদ্য প্রক্রিয়াকরণের যে কারখানা করবে। সেখানে প্রায় ২ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে। প্রস্তাবিত কারখানায় তিনটি ইউনিট থাকবে যেমন-এডিবল রিফাইনারি, কস্টিক সোডা ইউনিট এবং সিড ক্রাসিং ইউনিট। এডিবল রিফাইনারি অংশে বিভিন্ন ভোগ্য পণ্য,কস্টিক সোডা অংশে র সল্ট, ক্লোরিন ইউনিট ইত্যাদি থাকবে। অপরদিকে সয়াবিন জাতীয় পণ্য সিড ক্রাশিং ইউনিটে প্রস্তুত হবে।