সারাদেশ ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৩:০২

সৈয়দপুর রেল কারখানার মেশিনপত্র পানিতে ডুবে থাকায় কার্যক্রম বন্ধ

নীলফামারীর সৈয়দপুরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা জলমগ্ন হয়ে পড়েছে। ফলে মেশিনপত্র পানিতে ডুবে থাকায় কার্যক্রম বন্ধ রয়েছে দুইদিন ধরে। রেলওয়ে কারখানার ২৬টি শপে (উপ-কারখানা) বৃষ্টির পানি প্রবেশ করেছে।

প্রয়োজনীয় জনবল না থাকায় পানি সরানো যাচ্ছে না। ফলে কারখানার অভ্যন্তরে সব কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দামি মেশিনপত্র নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে লোকো মেশিন শপের ইনচার্জ মোশারফ হোসেন জানান, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার পানি প্রবেশ করেছে। মেঝেতে থৈ থৈ পানির কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। ফলে রোববার ও সোমবার কারখানায় কোনো শ্রমিক কাজ করতে পারেনি।  

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. জয়দুল ইসলাম জানান, কারখানায় বৃষ্টির পানির কারণে মেশিনপত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।