জাতীয় ২৭ সেপ্টেম্বর, ২০২০ ১০:৪২

অবশেষে দ্বার খুলল রমনার

দীর্ঘ ছয় মাস পর খুলে দেওয়া হয়েছে রাজধানীবাসীর প্রাতর্ভ্রমণ ও অবসর কাটানোর বড় জায়গা রমনা পার্ক। পার্ক দেখভালের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের সার্কেল-১-এর কর্ম সহকারী শামসুল ইসলাম বলেন, আপাতত সকাল ৬টা থেকে সকাল ১০টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্ক খোলা থাকবে।‘

প্রসঙ্গত, গত ২৬ মার্চ করোনার সংক্রমণ মোকাবিলায় দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সেদিন থেকেই বন্ধ হয়ে যায় পার্কটি। সাধারণ ছুটি গত ৩১ মে তুলে নেওয়া হলেও পার্কটি বন্ধই থেকে যায়। গত ৮ সেপ্টেম্বর জনসাধারণের হাঁটার জন্য রমনা পার্ক খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি করেন।

উল্লেখ্য, সকল বিনোদনকেন্দ্রগুলো ধীরে ধীরে খুলতে শুরু করলেও রমনা পার্ক না খোলায় পার্কের নিয়মিত প্রাতর্ভ্রমণকারী ও দর্শনার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন।