জাতীয় ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০৯:২৬

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়) আসনের উপনির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। নুরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে ২৩৯৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫৫৭৬ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ৩০৭৪ ভোট।

নুরুজ্জামান বিশ্বাস জয়ী

নিজস্ব প্রতিবেদক 

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়) আসনের উপনির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। নুরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে ২৩৯৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫৫৭৬ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম পেয়েছেন ৩০৭৪ ভোট। নানা অনিয়মের কারণ দেখিয়ে বেলা ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান হাবিবুর রহমান হাবিব।

চলতি মেয়াদসহ গত পাঁচ মেয়াদে শামসুর রহমান শরীফ ডিলু সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২ এপ্রিল তিনি ইন্তেকাল করায় এখানে শনিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মুক্তিযোদ্ধা ও ঈশ্বরদী উপজেলার ৩ বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টির রেজাউল করিম প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফের নির্বাচনের দাবি বিএনপির :পাবনা-৪ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের ৩ ঘণ্টা পার হতেই বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করেছেন। ঈশ্বরদীর সাহাপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে হাবিব প্রশাসনের নানা অনিয়ম ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে এ দাবি করেন। সংবাদ সম্মেলনে হাবিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার পাবনায় এসে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সে কথা তারা রাখেননি। তিনি বলেন, এই আওয়ামী লীগ সরকারের আমলে কখনই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় বা তারা তা করবে না। তিনি বলেন, নানা অনিয়মের প্রতিবাদে তিনি নিজেও প্রার্থী হয়েও ভোটদান থেকে বিরত থেকেছ। তার নেতাকর্মীরাও কেন্দ্রে ভোট দিতে যাননি। সংবাদ সম্মেলনে তিনি এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে আখ্যা দিয়ে বলেন, নির্বাচন ‘বয়কট’ করছি না, তবে এ নির্বাচন বাতিলের দাবি জানাচ্ছি। তিনি এ নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণারও দাবি জানান।