খেলাধুলা ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০৪:৪২

বাফুফের পক্ষে আইনি নোটিশ জারি

আগামী অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুটি পক্ষের নির্বাচন। আর তাই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি বা গোষ্ঠী মিথ্যা তথ্য দিয়ে অসৌজন্যমূলক অরুচিকর কথাবার্তা বলছেন। যাতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাফুফের।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বাফুফের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেছে বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

বাফুফের পক্ষে এই নোটিশ জারি করেছেন তাদের আইন উপদেষ্টা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এম.এইচ তানভীর। পাঁচ পৃষ্ঠার নোটিশের সারমর্ম হলো, ‘বাংলাদেশের ফুটবল ঐতিহ্য সমুন্নত রাখতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশের প্রতিনিধি ফিফায় আছেন। এছাড়া ফিফা ও এএফসির বিভিন্ন কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব রয়েছে, সেহেতু আমার মক্কেলের (বাফুফে) আগামী নির্বাচনে কার্যকরী কমিটি গঠনের নিমিত্তে সকল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।’

নোটিশে আরও বলা হয়েছে, ‘যেহেতু গত ৯ সেপ্টেম্বর বাফুফের ভেরিফায়েড পেজে বাফুফে নির্বাচন নামক শিরোনামে প্রকাশিত হওয়ার পরই কিছু যোগাযোগমাধ্যম ব্যবহারকারী কুরুচিপূর্ণ অসৌজন্যমুলক উদ্দেশ্যপ্রণোদিত মানহানিকর আক্রমণাত্মক ভিত্তিহীন মন্তব্য করেছেন। যা তাদের ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে কৃতকর্মের সামিল। নির্বাচনের তারিখ ঘোষণার পর হতে নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীগণ নিজেরা ফেসবুক পেইজ , ইউটিউব চ্যানেলের মাধ্যমে অ্যাডমিন হয়ে বাফুফের নাম লোগো বিভিন্ন অনুষ্ঠানের ছবি ও ভিডিও ফুটেজ অনুমতি ছাড়া যত্রতত্র ব্যবহার করে আমার মক্কেলের (বাফুফে) বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার করে যাচ্ছেন। যার সঙ্গে আমার মক্কেল (বাফুফে) কোনভাবেই জড়িত নয়।

ফিফা অফিসিয়াল পেজে বাংলাদেশকে হেয় করা হয়েছে। এই আইনগত বিজ্ঞপ্তির মাধ্যমে দায়িত্বশীল হয়ে গঠনমুলক সৌজন্যমূলক উপদেশমূলক মন্তব্য করার জন্য বিশেষভাবে অনুরোধও করা হলো।

এই নোটিশ প্রদানের পর থেকে যেকোনভাবে মানহানিকর পোস্ট, বিবৃতি, ভিডিও বার্তা প্রদান করে থাকলে বা এই কাজকে উৎসাহিত করে থাকলে কিংবা আসন্ন বাফুফের নির্বাচনে প্রভাবিত করার চেষ্টা করলে সেক্ষেত্রে তারা বা তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী ও বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’