সারাদেশ ২ ডিসেম্বর, ২০১৯ ০৯:৫৫

পেট্রোল পাম্প ও ট্যাংকলরি ধর্মঘট স্থগিত

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির সঙ্গে বৈঠকের পর পেট্রোল পাম্প ও ট্যাংকলরি ধর্মঘট ১৫ই ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন পাম্প মালিকরা।  

তবে আগামীকাল মালিকদের ১৫ টি দাবির ২টি সমাধানে আবারো বৈঠকে বসবে সংশ্লিষ্ট পক্ষগুলো। দুপুর পর্যন্ত রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে দ্বিতীয় দিনের মতো চলে ধর্মঘট। এতে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন, পরিবহণ ও বিক্রি বন্ধ থাকায় পেট্রোল পাম্পগুলো থেকে তেল কিনতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

 দুপুর পর্যন্ত বিভিন্ন যানবাহন পেট্রোল পাম্পগুলোতে ভিড় করলেও কোথাও বিক্রি করা হয়নি পেট্রোল-ডিজেলসহ অন্যান্য জ্বালানি। ধর্মঘটে জ্বালানি তেল না পেয়ে বন্ধ রয়েছে অনেক যানবাহন।

জ্বালানি তেল বিক্রির কমিশন ন্যূনতম সাড়ে সাত শতাংশ করা, ট্যাংকলরির ভাড়া বাড়ানোসহ ১৫ দফা দাবিতে রবিবার সকাল থেকে তিন বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ।