সারাদেশ ২ ডিসেম্বর, ২০১৯ ০৯:৪৬

আরএমপি'র অভিযানে মাদকসহ গ্রেফতার ৩৬

ডেস্ক রিপোর্ট।। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নিয়মিত অভিযানে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মাদকদ্রব্য।

সোমবার (২ ডিসেম্বর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোয়ালিয়া মডেল থানা-১০ জন, রাজপাড়া থানা-০৬ জন, চন্দ্রিমা থানা-০৪ জন, মতিহার থানা-০৪ জন, কাটাখালী থানা-০৪ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০১ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ০৯ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চন্দ্রিমা থানা পুলিশ মোঃ সেন্টু শেখ ও মোঃ আশরাফুল ইসলামকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। কাটাখালী থানা পুলিশ আওরঙ্গজেবকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। কর্ণহার থানা পুলিশ মোঃ আলমকে ৫৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মোঃ আকাশ আলীকে ১০০০ মিঃ লিঃ তরল ফেন্সিডিলসহ গ্রেফতার করে ও ডিবি পুলিশ মোঃ শাহ্ জামালকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।      

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।