সারাদেশ ১ ডিসেম্বর, ২০১৯ ১২:৩৭

নিকুঞ্জ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

ডেস্ক রিপোর্ট ।।

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১ ডিসেম্বর) ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ফুটপাত ও সড়কে অবৈধভাবে স্থাপিত প্রায় ২৫০টি অস্থায়ী দোকান, টং ঘর, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়।

এছাড়া ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী রাখার অপরাধে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।