সারাদেশ ১ ডিসেম্বর, ২০১৯ ১০:০০

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেফতার ৪৮

ডেস্ক রিপোর্ট।। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নিয়মিত অভিযানে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মাদকদ্রব্য।

রবিবার (১ ডিসেম্বর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১৩ জন, রাজপাড়া থানা-০৩ জন, চন্দ্রিমা থানা-০২ জন, মতিহার থানা-১০ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০২ জন, পবা থানা-০৪ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৬ জন, কর্ণহার থানা-০১ জন ও ডিবি পুলিশ-০৬ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ২৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ০৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরো বলা হয়, বোয়ালিয়া মডেল থানা পুলিশ মোঃ রতন (২৮)কে ০৬ গ্রাম হেরোইনসহ, মোঃ শান্ত (২৩)কে ০৪ গ্রাম হেরোইনসহ, মোঃ ইসরাইল আলী (৩৫) ও মোসাঃ রুনা বেগম (৩২)কে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

এছাড়াও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মোসাঃ সাবেরা বেগম (৪৯) ও মোঃ শামসুল (৩৫)কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। ডিবি পুলিশ মোঃ ড্যানি (২৬) কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ, মোঃ হাবিবুর রহমান (৫৮) ও মোঃ লুৎফর রহমান(২৮)কে ১০০ গ্রাম হেরোইন ও ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।