সারাদেশ ১ ডিসেম্বর, ২০১৯ ০৯:৫৯

'ঢাকা থেকে আন্ত:জেলা বাস টার্মিনাল সরিয়ে নেয়া হবে'

ডেস্ক রিপোর্ট 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানী থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল সরিয়ে নেয়ার কাজ চলছে। ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ'র পরিচালনা বোর্ডের সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকায় ৬৪টি পার্কিং স্পটের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ডিটেইল প্ল্যানেরও অনুমোদন দেয়া হয়েছে।