অপরাধ ও দুর্নীতি ৩০ নভেম্বর, ২০১৯ ০৪:৪২

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ছাত্রলীগ কর্মী

ডেস্ক রিপোর্ট।। 

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাতক্ষীরায় ২ ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। আজ ৩০ নভেম্বর, শনিবার ভোররাতে শহরের বাইপাস সড়কে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহতদের ছিনতাইকারী হিসেবে দাবি করেছে পুলিশ।

নিহতরা হলেন- জেলা শহরের মুনজিতপুর এলাকার দ্বীপ (২২) ও কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের সাইফুল ইসলাম (২৮)।

সম্প্রতি সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশের দুই এজেন্টকে গুলি করে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত হিসেবে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘সম্প্রতি সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় তাদের গ্রেপ্তার করে কালিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। তারা স্বীকার করে ছিনতাইয়ের সঙ্গে তারা জড়িত।’

পরবর্তীতে এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে তাদের নিয়ে অভিযানে যায় পুলিশ। অভিযানকালে ভোররাতে বাইপাস সড়ক এলাকায় অন্যান্য সহযোগীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানান ওসি।

এ সময় পুলিশের সাথে ওই ছিনতাইকারীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এসময় দ্বীপ ও সাইফুল নিহত হন। 
ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি তাজা গুলি, তিনটি গুলির খোসা ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এ বিষয়ে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, গত ৩১ অক্টোবর কালিগঞ্জের পাওখালিতে দুই এজেন্টকে গুলি করে বিকাশের ২৬ লাখ টাকা ছিনতাই হয়। এ ঘটনায় দ্বীপ ও সাইফুলের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা হয়। বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

নিহতরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দেহরক্ষী হিসাবেই পরিচিত। এ বিষয়ে তিনি বলেন, ‘নিহত দ্বীপ ও সাইফুল ছাত্রলীগের কর্মী। গত বৃহস্পতিবার রাতে তাদের আটক করেছিল পুলিশ। কেন এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না।’