রাজনীতি ২৯ নভেম্বর, ২০১৯ ০৪:১৯

এবার পদ বাণিজ্যকারীদের জন্য প্রধানমন্ত্রীর সতর্ক বার্তা

ডেস্ক রিপোর্ট।। 

বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির আকাশ ছেয়ে গেছে শীতের কুয়াশায় । দলটির রাজনীতির আকাশে বঙ্গবন্ধুর চেতনার আলয় উদ্ভাসিত সকালের সূর্যটা আস্তে আস্তে আলো ছড়াচ্ছে বলে মনে। যদিও শুদ্ধি অভিযানের মাঝেও এখনো আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনে কমিটি বাণিজ্য থেমে নেই। কোন কোন স্থানে আওয়ামী লীগ সভাপতির নির্দেশ উপেক্ষা করার জন্য নানা অজুহাত খাড়া করা হয়েছে বা হচ্ছে। যা ইতোমধ্যেই চিহ্নিত হয়ে গেছে সারা দেশের কয়েকটি স্থানে।

সম্প্রতি ঠাকুরগাঁও জেলার একটি উপজেলা কমিটিতে আওয়ামী লীগ সভাপতির নির্দেশ উপেক্ষা করা হয় নানা অজুহাত খাড়া করে। স্থানীয় এমপি সাহেবের আপন দু`ভাইকে সভাপতি- সাধারণ সম্পাদক করা উপজেলা কমিটি গঠিত হলেও তাঁর চূড়ান্ত অনুমোদন কেন্দ্র দেয় নি। অত:পর নেত্রী, এমপি সাহেবের আপন দু`ভাইকে সভাপতি- সাধারণ সম্পাদক করা উপজেলা কমিটি বাতিল করে দেন।

এমতাবস্থায় যারা এখনো পদ বাণিজ্যে লিপ্ত বা কমিটি বাণিজ্যে টাকা ঢালছেন তাঁদের জন্য এটা একটা সতর্ক বার্তা বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেয়া সূত্রে জানা গেছে। স্থানীয়ভাবে কোন কমিটি পাশ হওয়া মানেই তা যে চূড়ান্ত হল তা ভাববার আর সুযোগ রইলো না। এর অর্থ এই না যে, শেখ হাসিনা সব উপজেলা কমিটিতে হাত লাগাবেন, বা বাতিল বা সংশোধন করবেন। তবে তিনি যে এসব ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, তাতে কোন সন্দেহ নেই। সাম্প্রতিক কালের ঠাকুরগাঁও জেলার একটি উপজেলা কমিটি বাতিল তার উদাহরণ। সে কারণে পদ বা কমিটি বাণিজ্যে যারা বড় ভাইয়ের উপর নির্ভরশীল তাঁদের একটু কম লাফ ঝাপ পাড়ার বার্তা দিলেন আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা।