খেলাধুলা ২৮ নভেম্বর, ২০১৯ ০৮:৩৩

ফুটবলের 'গোল্ডেন বয়' ফেলিক্স

স্পোর্টস ডেস্ক ।। 

ক্যারিয়ারের শুরু থেকেই ঝলক দেখাচ্ছেন জোয়াও ফেলিক্স। এর পুরস্কারও হাতেনাতে পেলেন তিনি। ২০১৯ সালের ‘গোল্ডেন বয় অ্যাওয়ার্ড’ জিতলেন অ্যাটলেটিকো মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড।

ইউরোপের ২১ বছর কিংবা এর চেয়ে কম বয়সী সেরা ফুটবলারকে এ পুরস্কার দেয় ইতালিয়ান সংবাদমাধ্যম তুত্তো স্পোর্ত। গেল বুধবার পর্তুগিজ নিউ সেনসেশন ফেলিক্সকে এ বছরের সেরা ঘোষণা করে তারা।

২০০৩ সাল থেকে পুরস্কারটি দিয়ে আসছে সংবাদপত্রটি। গেল বছর এটি জেতেন মাতাইস ডি লিখত। তার আগের বছর পান পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

এর আগে ২০০৭ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে এ পুরস্কার বগলদাবা করেন সার্জিও আগুয়েরো। দলটির ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে এটি জিতলেন ফেলিক্স। গেল জুলাইয়ে ক্লাব রেকর্ড ১২ কোটি ৬০ লাখ ইউরোয় বেনফিকা থেকে মাদ্রিদে আসেন তিনি।