খেলাধুলা ২৭ নভেম্বর, ২০১৯ ০১:০১

দ্রুততম চার গোলের রেকর্ড গড়লেন লেওয়ানডোস্কি

স্পোর্টস ডেস্ক।। 

বায়ার্ন মিউনিখের বড় জয়ে দ্রুততম সময়ে চার গোল করার নতুন ইতিহাস গড়েছেন রবার্ট লেওয়ানডোস্কি। তার রেকর্ডের সুবাদে রেড স্টারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়েই শেষ ষোল পর্বে খেলতে যাচ্ছে এ জার্মান জায়ান্ট।

দুরন্ত এ জয়ের ম্যাচে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্রুততম সময়ে চার গোল করার কৃতিত্ব দেখিয়েছেন লেওয়ানডোস্কি (৫৩, ৬০, ৬৪ ও ৬৭তম মিনিটে)। পোল্যান্ডের এ তারকা স্ট্রাইকার চার গোল করতে সময় নেন মাত্র ১৪ মিনিট ৩১ সেকেন্ড। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আসরের গ্রুপ পর্বের টানা নয় ম্যাচে গোল করার মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।

অন্য দিকে জুভেন্টাসের সঙ্গে জয়ের দেখা পেয়েছে টটেনহ্যাম হটস্পারও। কিন্তু চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে ড্র করেছে ম্যানচেস্টার সিটি।

হোম ম্যাচে জুভেন্টাস ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। জুভদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন পাওলা দিবালা (৪৫+২তম মিনিটে)।

তবে ঘরের মাঠে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। কোচ পেপ গার্দিওলার দল ১-১ গোলে ড্র করেছে শাখতার দোনেৎস্কের সঙ্গে। কিন্তু তারপরও গ্রুপ বিজয়ী হয়ে আসরের শেষ ষোল পর্বে পা রেখেছে সিটি।

পিছিয়ে পড়েও হ্যারি কেনের জোড়া গোলের সুবাদে টটেনহ্যাম হটস্পার ৪-২ গোলে জিতেছে অলিম্পিয়াকোসের বিপক্ষে। সুবাদে কোচ হোসে মরিনহোর দল টিকিট কেটেছে শেষ ষোল পর্বের।