খেলাধুলা ২৭ নভেম্বর, ২০১৯ ১২:৩২

মোস্তাফিজ সঠিক লেংথে বল করতে পারছে না: চম্পকা

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে মুস্তাফিজুর রহমানের যখন প্রত্যাবর্তন হয় ঠিক তখনকার কাটার মাস্টারের সাথে এখনকার ফিজের মধ্যে কোনো মিল নাই। বোলিংয়ে আগের ধার নেই। কাজ করছে না কাটার। রান দেয়ায় হয়ে পড়েছেন খরুচে। উইকেট শিকারে হারিয়েছেন ধারাবাহিকতা। যেজন্য ভারত সফরে দুই টেস্টেই একাদশে জায়গা পাননি মোস্তাফিজুর রহমান। নিজেকে কক্ষপথে আনতে এ পেসার কলকাতা থেকে ফিরেই শরণাপন্ন হয়েছেন চম্পকা রামানায়েকের। 

বুধবার মিরপুরের একাডেমি মাঠে এইচপি’র শ্রীলঙ্কান পেস বোলিং কোচ রামানায়েকে কিছুটা সময় নেটে দেখেন ফিজকে। পরে নিজের পর্যবেক্ষণ থেকে এ কোচ জানান, মোস্তাফিজ সঠিক লেংথে বল করতে পারছে না।

‘মোস্তাফিজ এসেছে এবং আমার সঙ্গে কাজ করতে চেয়েছে। তাকে সাহায্য করেছি। সে বল করতে চেয়েছে এবং আমি বলেছি আসো, আমাদেরকেই (এইচপি দল) বোলিং করো।’

‘সে ছন্দে ফিরতে কাজ করছে। আমার মনে হয় সমস্যাটা হচ্ছে সে সঠিক লেংথে বল করতে পারছে না। এটা বুঝছে এবং এটা নিয়েই কাজ করছে। যেকেউই খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে পারে। যে তাড়াতাড়ি নিজের সমস্যা বুঝতে পারবে, সেই দ্রুত ঘুরে দাঁড়াবে।’

কাটারে ধার কমে আসা প্রসঙ্গে রামানায়েকে বললেন, ‘আমি ওর সঙ্গে কাজ করিনি। যে কারণে জানি না। আমি নিশ্চিত সে ঘুরে দাঁড়াবে। কারণ ওর হাতে অনেক সময় আছে এখনো। স্কিল লেভেলে সে শতভাগ দিতে পারছে না। আমি নিশ্চিত যে সে এটা (কাটার) নিয়ে কাজ করছে।’