খেলাধুলা ২৫ নভেম্বর, ২০১৯ ১২:৩৩

ইডেনের দর্শকদের কিছু দুঃখ ঘোচাতে টিকিট ফেরত

স্পোর্টস ডেস্ক।। 

কলকাতার ইডেনে এবারই প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলেছে ভারত ও বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক এ টেস্টকে ঘিরে দর্শকদের আগ্রহের কমতি ছিল না। যার ফলে ম্যাচ শুরুর আগেই টেস্টের প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। 

গ্যালারি ভর্তি দর্শকদের উপস্থিতিতে ইডেন গার্ডেন্সে টস করতে নামেন বিরাট কোহলি ও মুমিনুল। তবে ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকদের উন্মাদনাও কমতে থাকে। পাঁচ দিনের টেস্ট তৃতীয় দিনের প্রথম ঘণ্টাতে হেরে বসে বাংলাদেশ। ফলে শেষ দুই দিন খেলাই মাঠে গড়ায়নি। 

যারা চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট কেটেছিল বাংলাদেশের ব্যর্থতায় তারা ইতিহাসের সাক্ষী হতে পারেনি। তাদের এ দুঃখ কিছুটা ঘোচানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। দর্শকদের তারা শেষ দুই দিনের টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সিএবি এ ম্যাচের টিকিট বিক্রি করেছিল অনলাইনে। ‘বুকমাইশো’ নামের একটি সংস্থা টিকিট বিক্রির দায়িত্ব নিয়েছিল। এ সংস্থাটি সিএবির অনুমতি নিয়ে শেষ দুই দিনের টিকিট ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যারা এ দুই দিনের টিকিট কেটেছিল ইতোমধ্যেই তারা এ সংক্রান্ত ম্যাসেজও পেয়ে গেছে। আগামী ৭ দিনের মধ্যে তাদের টিকিটের টাকা ফিরিয়ে দেওয়া হবে।

এ ব্যাপারে সিএবি সচিব অভিষেক ডালমিয়া জানান, ‘কোনো ম্যাচের টিকিট বিক্রির ক্ষেত্রে যদি একটি বলও খেলা হয় তাহলে টাকা ফেরত দেওয়া হয় না। কিন্তু আমরা এই টেস্টে প্রতিদিন হিসেবে টিকিট বিক্রি করেছি। এ ক্ষেত্রে নির্দিষ্ট দিন কোনো বল মাঠে না গড়ালে টাকা ফেরত দিতে হয়। ডেইলি টিকিট বিক্রির ক্ষেত্রে নিয়ম এটাই।’