রাজনীতি ২৪ নভেম্বর, ২০১৯ ১২:২২

আ’লীগের আগাছা-পরগাছা পরিষ্কারের কার্যক্রম অব্যাহত রয়েছে: কাদের

ডেস্ক রিপোর্ট ।।

'দলে যেসব আগাছা, পরগাছা এবং অনুপ্রবেশকারী আছেন সেগুলো পরিষ্কার করার কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর মধ্যেই ঢাকায় পাঁচটি সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সবগুলোতেই ক্লিন ইমেজের নেতৃত্ব নিয়ে আসা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের সম্মেলনেও ক্লিন ইমেজের নেতৃত্ব নিয়ে আসা হচ্ছে' বলেও জানান তিনি।

রবিবার (২৪ নভেম্বর) দুপুরে রাজাধানীর মতিঝিলে বিআরটিসির বাস ডিপোতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানকে বিআরটিসি’র বাস হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

দলে অনুপ্রবেশকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে কাদের বলেন, 'আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের যে তালিকা প্রধানমন্ত্রীর কাছে ছিল। সেগুলো বিভাগীয় নেতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তালিকায় থাকা কোন নেতার বিরুদ্ধে অনুপ্রবেশকারী হিসেবে প্রমাণ হলে আওয়ামী লীগ থেকে বিতাড়িত করা হবে'।

সম্প্রতি হয়ে যাওয়া যুবলীগের কংগ্রেস প্রসঙ্গে তিনি বলেন,' বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের ক্লিন ইমেজের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যিনি নির্বাচিত হয়েছেন তিনি একজন অ্যাকাডেমিশিয়ান এবং শিক্ষিত। আমরা আশা করি যুবলীগের উজ্জ্বল ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য তিনি কাজ করে যাবেন'।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, 'বিএনপি একটি আন্দোলন করতে পারে না। নির্বাচনে, আন্দোলনে ব্যর্থ হয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। সব বিষয়ে বিএনপি একটি ব্যর্থ দলে পরিণত হয়েছে। তাদের দলের অভ্যন্তরে গণতন্ত্র অনুপস্থিত। আমাদের দলের সম্মেলন হয়, বিএনপি'র সম্মেলনের কোন খবর পাওয়া যায় না'।

বিএনপি'র সভার অনুমতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। বিএনপি'র পার্টি অফিসের সামনে তাদের সভা করার অনুমতি দেয়া হয়েছে'।