আন্তর্জাতিক ২৩ নভেম্বর, ২০১৯ ১০:৪৯

ঘূর্ণিঝড় ‘কালমেগি’র গতিবিধির ছবি প্রকাশ করলো নাসা

আন্তর্জাতিক ডেস্ক।।

কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে শক্তিশালী ঘূর্ণিঝড় কালমেগি। এবার সেই ঘূর্ণিঝড়ের গতিবিধির ছবি প্রকাশ করল নাসা। ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় এ ঝড় আছড়ে পড়ার কথা। কিন্তু ঠিক কোনদিকে অভিমুখ এ ঝড়ের, সেই তথ্যই এবার সামনে এলো।

জানা গেছে, গত ২০ নভেম্বর ফিলিপাইনের সব থেকে উত্তরের দ্বীপ লুজো পেরিয়েছে এই ঝড়। দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে বয়ে যাচ্ছে সেই ঝড়। আর মাঝ সমুদ্রে দমকা হাওয়ার মুখোমুখি হয়েছে সাইক্লোন কালমেগি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের বাতাসের মুখোমুখি হলে সাধারণত সাইক্লোনের গতি বাধা পায়। ফিলিপাইনে এই ঝড়ের নাম সাইক্লোন র‍্যামন।