খেলাধুলা ২৩ নভেম্বর, ২০১৯ ০৭:৪৬

চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের প্রয়োজন ৩০২ রান

স্পোর্টস ডেস্ক।।

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে আজ পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। যেখানে রোহাইল নাজিরের দুর্দান্ত সেঞ্চুরি এবং ইমরান রফিকের অর্ধশতকে রানের পাহাড় গড়েছে পাকিস্তান।  

শনিবার (২৩ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে পাহাড়সম ৩০১ রান সংগ্রহ করে সফরকারীরা। 

পাকিস্তানের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহাইল নাজির। তিন ছয় ও ১২টি চারের সমন্বয়ে ১১১ বলে ১১৩ রান করেছেন তিনি। এছাড়া ৮৮ বলে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারিতে ৬২ রান করেছেন রফিক। আর শেষ দিকে অধিনায়ক সাউদ শাকিল করেছেন ৪০ বলে ৪২ রান। 

বল হাতে বাংলাদেশের হয়ে তিন উইকেট পেয়েছেন সুমন খান ও দুই উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। এছাড়া মেহেদি হাসান পেয়েছেন এক উইকেট। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৩০২ রান। 

বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, ইয়াসির আলি চৌধুরি, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, তানভির ইসলাম, হাসান মাহমুদ, মেহেদি হাসান রানা, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার, মেহেদি হাসান।