অপরাধ ও দুর্নীতি ২২ নভেম্বর, ২০১৯ ০৩:৪৪

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণবারসহ ইউএস বাংলা এয়ারলাইনস'র কর্মী আটক

ডেস্ক রিপোর্ট।।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩টি স্বর্ণবারসহ ইউএস বাংলা এয়ারলাইনস এর কাস্টমার সার্ভিস সহকারী ওমর ফারুককে আটক করা হয়েছে। কমিশনারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে।   

ট্রানজিট এলাকা ও বোর্ডিং এলাকায় নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে বিকাল ৩টা ২০মিনিটে রিয়াদ থেকে আগত বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-BG0040 এর যাত্রী মামুন মিয়ার গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হলে প্রিভেন্টিভ কর্মকর্তাগণ তাকে অনুসরণ করে। উক্ত যাত্রী ট্রানজিটের বিপরীত পাশের পর্যটন কর্পোরেশনের ডিউটি ফ্রি শপের ভিতরে প্রবেশ করে সেখানে অবস্থানরত ইউএস বাংলা এয়ারলাইনস এর কাস্টমার সার্ভিস সহকারী ওমর ফারুকের নিকট স্বর্ণবারগুলো হস্তান্তর করার পরে প্রিভেন্টিভ কর্মকর্তাগণ উভয়কে আটক করে। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৭ লক্ষ ৪০ হাজার টাকা।

উল্লেখ্য, আটককৃত আসামীদ্বয়কে পুলিশে সোপর্দকরণসহ আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।