খেলাধুলা ২২ নভেম্বর, ২০১৯ ০১:১৮

গোলাপি বলে প্রথম উইকেট পেয়ে এবাদতের স্যালুট

স্পোর্টস ডেস্ক।।

ইডেনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে  বাংলাদেশের দেয়া ১০৭ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে ভারত। এই রিপোর্ট লেখা অবধি ভারতের  সংগ্রহ ২ উইকেটে ৮৩ রান। উইকেটে আছেন ভিরাট কোহলি (২৩) এবং চেতেশ্বর পূজারা (২৪)।

ব্যাট করতে নেমে বেশ দুর্দান্ত সূচনা করে ভারত। প্রথম ওভারেই তুলে নেয় ১১ রান। তবে ৫ম ওভারে আঘাত হানেন আল আমিন। বিধ্বংসী রূপ ধারণ করার আগেই আগারওয়ালকে ১৪ রানে ফেরান এই বোলার।

উইকেটে এরপর থিতু হয়ে বসেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা।  কিন্তু ব্রেক থ্রু এনে দেন এবাদাত। আল আমিনের বলে জীবন পেলেও রোহিত শর্মাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ২১ রানে ফেরান এই বোলার। উইকেট পেয়েই দারুণ এক উদযাপন করেন এই বোলার। 

এর আগে বাংলাদেশ টসে জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। নিয়মিত আসা যাওয়ার মাঝে বাংলাদেশের ১ম ইনিংস থামে ১০৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন সাদমান ইসলাম (২৯)। ভারতের হয়ে উমেষ যাদব নেন ৩ টি উইকেট, মোহাম্মদ সামি নেন ২ টি এবং ইশান্ত শর্মা নেন ৫ টি উইকেট।

ইন্দোর টেস্ট দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। এই দুইজনের জায়গায় দলে এসেছেন নাইম হাসান এবং আল আমিন। অন্যদিকে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে ভারতীয় দল।