আন্তর্জাতিক ২২ নভেম্বর, ২০১৯ ০৪:৫২

বিদেশে অস্ত্রের বাজারের সন্ধানে মিয়ানমার সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক।।

মিয়ানমার ভবিষ্যতে বিদেশে অস্ত্র রফতানি করতে পারে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন।

থাইল্যান্ডে চলমান প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রদর্শনীতে মিয়ানমার তার নিজের তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে হাজির হয়েছে। অনেক ক্রেতা এগুলোর প্রতি আগ্রহ দেখিয়েছে বলেও জানা গেছে। এই প্রথম মিয়ানমার সেনাবাহিনী তার প্রতিরক্ষা সামগ্রী বিদেশের কোন প্রদর্শনীতে হাজির করলো।

অস্ত্র বিক্রি থেকে যুক্তরাষ্ট্রের মতো দেশ বিপুল পরিমাণে অর্থ আয় করে। মিয়ানমারও তাদের উদাহরণ অনুসরণ করতে পারে বলে সামরিক মুখপাত্র জানিয়েছেন।

ব্রিগেডিয়ার তুন বলেন, দুই সরকার বা দুই সামরিক বাহিনীর মধ্যে যদি বেচা-কেনা হয় তাহলে সরকারি নিয়মকানুন মেনে আমরা অস্ত্র বিক্রি করতে পারবো। এতে দেশের বাড়তি আয় হবে।

তিনি জানান, প্রদর্শনীতে সেনাবাহিনী এসল্ট রাইফেল, মেশিনগান, গ্রেনেড ল্যান্সার, স্নাইপার রাইফেল ও মর্টার উপস্থাপন করেছে।

সেনা মুখপাত্র বলেন, আমাদের অস্ত্র বেশ আগ্রহ সৃষ্টি করেছে বলে আমি জানতে পেরেছি এবং বিপুল সংখ্যক দর্শকের সমাগম হয়েছে সেখানে।

তিনি বলেন, সেনাবাহিনী তার অস্ত্র তৈরির সক্ষমতা দেখানোর জন্য অস্ত্র প্রদর্শনীতে যোগ দিয়েছে।

মিয়ানমার নৌবাহিনী ফ্রিগেট তৈরি করছে এবং তারা রাশিয়ার কাছ থেকে সাবমেরিন কেনারও পরিকল্পনা করেছে।