সারাদেশ ২১ নভেম্বর, ২০১৯ ১২:২৫

আমন ধানে ব্লাস্টের আক্রমণ

ডেস্ক রিপোর্ট ।। 

দিনাজপুরে আমন ধানের ব্যাপক ফলন হলেও ধান তোলার ঠিক আগ মুহূর্তে দেখা দিয়েছে ব্লাস্টের আক্রমণ।

দিনাজপুর সদর, বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জসহ বিভিন্ন উপজেলায় ব্রি-ধান ৩৪ জাতের আমন ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। তবে, সেটা অনেক কম এবং নিয়ন্ত্রণে রয়েছে।

তবে, চিরিরবন্দরে এর ব্যাপকতা উদ্বেগজনক। এই উপজেলায় ব্লাস্টে ক্ষতিগ্রস্ত হয়েছে আউলিয়াপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার আমন ক্ষেত। ধান তোলার আগ মুহূর্তে ব্লাস্ট দেখা দেয়ায় দিশেহারা কৃষক। বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও মিলছে না উপকার।

কৃষকের অভিযোগ, এমন দুর্দশায় পাশে নেই কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের পরামর্শ না পাওয়ায় বাধ্য হয়েই কীটনাশক বিক্রেতাদের পরামর্শে বিভিন্ন ওষুধ প্রয়োগ করছেন। তবে, এতে কোন সুফল পাচ্ছেন না।

অভিযোগ অস্বীকার করে চিরিরবন্দরের উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ব্লাস্ট নিয়ন্ত্রণে তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।

দিনাজপুরে এক লাখ হেক্টর জমিতে চিকন ধান চাষ হয়েছে। এরমধ্যে, চিরিরবন্দরে ১০ হাজার হেক্টরের বেশি জমিতে চিকন ধান চাষ হয়েছে।