খেলাধুলা ২০ নভেম্বর, ২০১৯ ০১:৫৫

"গোলাপি বলে খেলার কৌশলে কিছুটা পরিবর্তন আনতে হবে"

স্পোর্টস ডেস্ক।।

ভারত ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মধ্যকার দিবা-রাত্রির টেস্ট গোলাপি বলে অনুষ্ঠিত হবে। চিরাচরিত নিয়মানুযায়ী টেস্ট মানেই ধীর গতির খেলা যার জনপ্রিয়তা দর্শকমহলে সাদা বলের ক্রিকেটের তুলনায় অনেকাংশেই কম। তবে, এবারে ইডেনে এই বদ্ধমূল ধারনা বদলে যাবে বলে ধারণা সদ্য বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পাওয়া ড্যানিয়েল ভেট্টোরির।

২০ নভেম্বর, বুধবার সাংবাদিকদের তিনি জানান, ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া টেস্টের আবহাওয়া থাকবে ওয়ানডে কিংবা টি-টুয়েন্টি'র মতোই। গোলাপি বলের খেলা হলেও দর্শকমহলে থাকবে সাদা বলের আমেজ।

এছাড়া, তিনি ধন্যবাদ জানান সদ্য নির্বাচিত বিসিসিআই সভাপতি এবং সিএবি'র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়সহ বাংলাদেশ-ভারত উভয় দলের সদস্যদের কারণ তারা সম্মতি না জানালে ঝিমিয়ে পড়া টেস্ট ক্রিকেটের উন্নয়নে এতো বড় সিদ্ধান্ত নেয়া সম্ভব হতো না।

আমার গোলাপী বলের টেস্টের অভিজ্ঞতা কেবল টিভিতে একজন সাধারণ দর্শক হিসেবেই এতোদিন সীমাবদ্ধ ছিলো এবং ফরম্যাটটাও আমি ব্যক্তিগতভাবে বেশ উপভোগ করি।  ভবিষ্যতে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এই ফরম্যাট অন্যতম নিয়ামক হিসেবে কাজ করবে বলেও জানিয়েছেন, সাবেক এই কিউই বাঁহাতি স্পিনার।

নিউজিল্যান্ডের হয়ে ১১৩ টেস্টে ৩৬২ উইকেট নেয়া ভেট্টোরি আরো বলেন, ‘ইডেনের উইকেটে যথেষ্ট পরিমাণে সবুজ ঘাস রয়েছে যা পেসারদের বাড়তি সুবিধা দিবে।’

পেসারদের পাশাপাশি উইকেটে স্পিনারদের কি করণীয় জানতে চাওয়ায় ভেট্টোরি বলেন, ‘গোলাপী বলের টেস্টে স্পিনাররাও চাইলে বড় ভূমিকা নিতে পারে। দিনের খেলা দুপুরে শুরু হওয়ায় শিশিরের সমস্যা খুব একটা মাথা চাড়া দিয়ে উঠবে না বলে মনে করেন তিনি। তাই, স্পিনারা ব্যাকরণভিত্তিক বল করতে পারলে উইকেট থেকে সুবিধা পাওয়া সম্ভব বলে জানিয়েছেন ৪০ বছর বয়সী ভেট্টোরি।’

বুধবার সকালে দুই ঘণ্টারও বেশি সময় অনুশীলন করেছে বাংলাদেশ দল। গোলাপি বল দিনের আলোতে স্বাভাবিক আচরণ করলেও ফ্লাড লাইটের আলোয় সে তার নিজ চরিত্রের উন্মোচন করে থাকে। তাই, ম্যাচের এই সময় ব্যাটিং এবং ফিল্ডিং উভয় দলকেই তাদের খেলার কৌশলে কিছুটা পরিবর্তন আনতে হবে। আর, রাতের আলোয় রোহিত-কোহলিদের ব্যাটিং কিংবা রাহী-মিরাজদের বোলিং দেখে হয়তো মনে হবে খেলাটা ছোট ফরম্যাটেই হচ্ছে, এমনটাই জানিয়েছেন টাইগারদের বোলিং গুরু।