আন্তর্জাতিক ২০ নভেম্বর, ২০১৯ ১২:৫৮

পাইলট না হয়েও ১৫ বার পাইলট সেজে বিমানে

আন্তর্জাতিক ডেস্ক ।।

পাইলট না হয়েও পাইলটের পোশাক পরে এই পেশার সব রকমের সুবিধা নিচ্ছিলেন। একবার দুবার নয়, মোট ১৫ বার পাইলট সেজে বিমানে ভ্রমণ করেছেন ওই ব্যক্তি। কিন্তু সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন ওই ভূয়া পাইলট।

সোমবার বিমানবন্দরের গেটের সামনে থেকে যখন ৪৮ বছরের রাজন মাহবুবানিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার পরনে ছিল পাইলটের ইউনিফর্ম। তিনি তখন কলকাতাগামী এয়ার এশিয়ার বিমানে উঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তাকে গ্রেপ্তার করে সিআইএসএফ। এরপর তাকে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাজনের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।

ধরা পড়ার পর ওই ব্যক্তি জানান, লম্বা লাইনে দাঁড়ানো ও সিকিওরিটি চেকিং এড়াতে তিনি পাইলটের পোশাক পরে বিমানবন্দরের কর্মীদের ফাঁকি দিতেন। এর আগেও ১৫ বার একই অপরাধ করেছে বলে স্বীকার করে নিয়েছেন ওই ব্যক্তি।

জার্মান বিমানসংস্থার চিফ সিকিওরিটি অফিসার সিআইএসএফকে সতর্ক করে জানিয়েছিল, ‘লুফত্হানসা এয়ারলাইন্সে ক্যাপ্টেন সাজে একজন সন্দেহজনক যাত্রীকে দেখা গিয়েছে।’

সিআইএসএফের এক শীর্ষ অফিসার জানিয়েছেন, ‘দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার বাসিন্দা ওই ব্যক্তি। তার কাছে লুফত্হানসা এয়ারলাইন্স ক্যাপ্টেনের একটি ভুয়ো পরিচয়পত্র রয়েছে। বিমানবন্দরে নানারকম সুবিধা পাওয়ার জন্য তিনি এই পরিচয়পত্র ব্যবহার করতেন।’

তিনি আরো জানান, বিমান পরিবহণের উপর ইউ টিউব ভিডিও শুট করতেন তিনি। পরে ব্যাঙ্কক থেকে লুফত্হানসার ভুয়া পরিচয়পত্রটি সংগ্রহ করেন। আর শুধু পাইলট নয়, নানা পেশার ইউনিফর্ম পরে নিজেকে সেই পেশার কর্মীর ভাবতে পছন্দ করেন রাজন। এমনই নানা পেশার কর্মীদের পোশাক পরে তার বেশ কয়েকটি টিকটক ভিডিও মিলেছে রাজনের ফোনে। রয়েছে সেনাবাহিনীর প্রধানের পোশাক পরা ছবিও।

পাইলট সেজে রাজন সহজেই বিমানকর্মীদের হাঁটাচলার প্যাসেজে ঘোরাফেরা করতেন। পাইলটের ক্ষমতার বলে কখনও নিজের আসন আপগ্রেড করিয়ে নিতেন। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা উপভোগ করতেন।