কৃষি ২০ নভেম্বর, ২০১৯ ১০:০১

সাড়ে তিন লাখ মেট্রিক টন লবণ মজুদ রয়েছে চট্টগ্রামে

ডেস্ক রিপোর্ট ।।

চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় এখনও সাড়ে তিন লাখ মেট্রিক টন লবণ মজুদ রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রামে লবণ মিল মালিক সমিতির সঙ্গে সভা শেষে তিনি এ কথা বলেন।

যে লবণ মজুদ আছে তাতে ছয় মাসের মধ্যে লবণ সংকটের কোনও সম্ভবনা নেই বলেও জানিয়েছেন তিনি। এ সময় জেলা প্রশাসক বলেন, যদি কেউ লবণ মজুদ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ত্রিশ টাকার  ওপরে কেউ লবণ বিক্রি করতে পারবেন না। আর সাধারণ লবণের দাম হবে ২২ টাকা।

সভায় মিল মালিকরা জানিয়েছেন, তাদের কাছে প্রচুর পরিমাণে লবণ আছে। লবণ সংকটের কোনও সম্ভবনা নেই।

এ সময় আজ থেকে চট্টগ্রামে ১৫ টাকা কেজি ধরে ট্রাকে করে লবণ বিক্রির ঘোষণা দেন।