আন্তর্জাতিক ২০ নভেম্বর, ২০১৯ ০৬:৫৫

ইরানে বিক্ষোভে শতাধিক নিহত: অ্যামনেস্টি

ডেস্ক রিপোর্ট।। 

ইরানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভের সময় সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, গত পাঁচদিন ধরে চলমান বিক্ষোভে ২১টি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১০৬ জন নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় এক হাজার বিক্ষোভকারী।

নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে। বিক্ষোভ দমনে ভবনের ছাদ ও হেলিকপ্টার থেকেও নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের।

বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর না করে, গোপনে দাফন করা হয়েছে। বিক্ষোভ ঠেকাতে ইরানি নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

এদিকে, এক সংবাদ সম্মেলনে পরিস্থিতি শান্ত রয়েছে বলে দাবি করেছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসাইন ইসমাইলি।