সারাদেশ ১৯ নভেম্বর, ২০১৯ ০৬:৪১

নতুন সড়ক আইন বাতিল চেয়ে শ্রমিকদের অবরোধ

ডেস্ক রিপোর্ট।। 

নতুন কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে গাজীপুরে দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। ১৯ নভেম্বর, মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত গাজীপুরের মাওনা চৌরাস্তার মহাসড়ক অবরোধ করেন তারা।

শ্রমিকেরা জানান, নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে তাদের এই অবরোধ। যতদিন পর্যন্ত না আইন বাতিল হবে তাদের আন্দোলন চলবে।

এদিকে, শ্রমিকদের মহাসড়ক অবোরোধ দুর্ভোগে পড়েছে শত শত যাত্রী। বিপাকে পড়েন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শ্রমিকদের সঙ্গে কথা বলে ছাত্রবাহী একটি বাস ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে দেয়া হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

অবরোধের দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলা শ্রমিক লীগ নেতা মো. কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলার পর অবরোধ তুলে নেয়া হয়।